ডেস্ক রিপোর্ট: করোনার মতো মহামারির সময় সংবাদ সংগ্রহ ও প্রচারে সাংবাদিকদের স্বাধীনতা থাকা উচিত। বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্র দূতাবাস ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনলাইন ট্রেনিং কোর্সের উদ্বোধনে এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।তিনি বলেন, যত বেশি সঠিক তথ্য মানুষের কাছে পৌছবে তত বেশি মানুষ সচেতন হবে। করোনা মোকাবিলায় বাংলাদেশকে ২২ মিলিয়ন ডলার সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। যার আওতায় এই প্রশিক্ষণ চালু করা হচ্ছে। এ সময় বিএসএমএইউর উপাচার্য কনক কান্তি বড়ুয়া জানান, এমন প্রশিক্ষণ সকলের উপকারে আসবে। একই সাথে নতুন দিড়ন্ত উম্মোচন হবে। অনুষ্ঠানে বৈশ্বিক প্রতিষ্ঠান সেন্টার ফর ডিজিস। কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসির বাংলাদেশ প্রতিনিধি জানান, কোনো একক দেশের পক্ষে করোনা মোকাবিলা করা সম্ভব নয়।
করোনা সংকটে সংবাদ সংগ্রহ ও প্রচারে সাংবাদিকদের স্বাধীনতা থাকা উচিত: মিলার
0
Share.