শনিবার, ডিসেম্বর ২৮

করোনাকে বিদায় হতে বললেন জেনিফার অ্যানিস্টোন

0

বিনোদন ডেস্ক: জেনিফার অ্যানিস্টোন হলিউডের এই অভিনেত্রী বর্তমান করোনাভাইরাসের তাণ্ডবে বেশ হতাশ ও বিরক্ত হয়ে পড়েছেন। সামাজিক  যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের একটি পোস্ট করয়েছেন এই অভিনেত্রী।ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রিয় কোভিড, দয়া করে এবার বিদায় হও… ধন্যবাদ, বিদায়’। তার ইমোতে বিরক্ত ও  রেগে আছেন এই ছাপ বোঝা যায়। জেনিফার অ্যানিস্টোন ডাইনিং টেবিলে বসা জেনিফারের চুল এ সময় পনিটেইল স্টাইলে বাঁধা ছিল। ছবিটিতে তার ভক্তরা দারুণ পছন্দ করেছেন। এই তারকা অভিনেত্রীর পরনে ছিল ধূসর রঙের স্পোর্টিং টপ ও কমলা রঙের প্যান্ট। বিখ্যাত টেলিভিশন ধারাবাহিকে ‘ফ্রেন্ডস’র র্যা চেল গ্রিন চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পানজেনিফার অ্যানিস্টোন। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ব্রুস অলমাইটি, অফিস স্পেস, রিউমার হ্যাজ ইট, অ্যালং কেম পলি এবং দ্যা ব্রেক-আপ, লেপ্রিকন, ডিরেইল্ড। এ রিপোর্ট লেখা পর্যন্ত আমেরিকায় করোনায় আক্রান্ত ১৩ লাখ ৬৭ হাজার ৩৮ জন এবং মারা গেছে প্রায় ৮০ হাজার ৭৮৭ জন।

Share.