ডেস্ক রিপোর্ট: ভারতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণে প্রথম মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের ওই বাসিন্দা ওমিক্রনে আক্রান্ত হয়ে মারা যান। খবর টাইমস অব ইন্ডিয়ার। খবরে বলা হয়, ৫২ বছর বয়সী ওই ব্যক্তি সম্প্রতি নাইজেরিয়া থেকে দেশে ফেরেন। মহারাষ্ট্রের পিমরি চিনজোআর জেলার বাসিন্দা তিনি। দেশে ফেরার পর মৃত্যু হয় তার। হৃদরোগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হলেও জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্টে তার ওমিক্রন শনাক্ত হয়। চিকিৎসকদের মতে, ওমিক্রনের ক্ষেত্রে গোটা বিশ্বেই খুবই সামান্য উপসর্গ দেখা যায়। এমনকী, টিকার দুটি ডোজ নেওয়া থাকলে মৃত্যুরও সম্ভাবনা খুবই কম। তবে আক্রান্ত ব্যক্তির যদি কো-মর্ডিবিটি বা অন্য কোনও গুরুতর অসুখ থাকে, সেক্ষেত্রে কিন্তু ওমিক্রন প্রাণঘাতী হতে পারে। মহারাষ্ট্রে যিনি মারা গিয়েছেন, তার ক্ষেত্রেও হয়তো তেমনটা হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম যে করোনাভাইরাস ছড়িয়েছিল, সেই ভাইরাস এখন আর নেই। ডেল্টা আর বেটা ভ্যারিয়েন্ট তাকে হটিয়ে দেয়। ডেল্টা ভ্যারিয়েন্টে মিউটেশন ছিল ১০টি আর বেটায় ৬টি। এর মধ্যে গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন চিহ্নিত হয়। ডেল্টার চেয়েও বেশি সংক্রামক এই ভ্যারিয়েন্টটি কয়েক দিনের মধ্যেই বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়ে।ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি ও অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশে মৃত্যুর খবর পাওয়া গেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ভারতের নাম।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে ভারতে প্রথম মৃত্যু
0
Share.