শনিবার, ডিসেম্বর ২৮

করোনাভাইরাসে উত্তর কোরিয়ার ১৮০ সেনার মৃত্যু

0

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসে উত্তর কোরিয়ার ১৮০ সেনার মৃত্যু হয়েছে। এছাড়া, দেশটির হাজার হাজার সেনা কোয়ারেন্টাইনে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ডেইলি এনকে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। করোনাভাইরাসে গত জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে উত্তর কোরিয়ার ১৮০ জন সেনা মারা গেছেন। সেই সঙ্গে দেশটির তিন হাজার সাতশ সেনা কোয়ারেন্টাইনে। এদিকে, দক্ষিণ কোরিয়া সরকারের উনহাপ নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে প্রায় ১০ হাজার মানুষকে কোয়ারেন্টাইনে এবং পরবর্তীতে এদের মধ্যে চার হাজার মানুষকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে উত্তর কোরিয়ার সরকার বলছে তাদের দেশে করোনাভাইরাস ছড়ায়নি। সোমবার (৯ মার্চ) দেশটির সরকার জানিয়েছে, আমাদের দেশে এখনো করোনার সংক্রমণ নেই। এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। সেই সঙ্গে মৃত বেড়ে ৪ হাজার। এছাড়া বিশ্বের ১১৫টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

Share.