ডেস্ক রিপোর্ট: করোনা মহামারীর এই দিনে নিরাপদে থাকার প্রার্থনা সবারই। সেই প্রার্থনা একেক জাতি, ধর্ম বা গোত্রের একেকরকম। সেরকমই জাপানের একদল পূজারীরা ভয়ংকর এক প্রার্থনায় মেতে ওঠে রোববার।ওই পূজারীরা নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য বৌদ্ধ ভিক্ষুর সঙ্গে খালি পায়ে জ্বলন্ত কয়লার ওপর হেটে প্রার্থনা করেন। মাউন্ট টাকোসানে এক বার্ষিক উদযাপনে মিলিত হয়ে এ প্রার্থনা করেন পূজারীরা।
করোনার কারণে গতবছর ছাড়া অন্যান্য বছরও এভাবে প্রার্থনা করে আসছে সেখানকার মানুষ। তবে এবার উৎসবে অংশগ্রহণকারী প্রত্যেককে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রার্থনা করতে হয়েছে। এবার কেবল এক হাজার পূজারীকে উৎসবে যোগদানের সুযোগ দেওয়া হয়।টাকোসান ইয়াকুইন মন্দিরের বৌদ্ধ ভিক্ষু কোশো কামিমুরার দাবি, এভাবে অগ্নিশিখার মধ্য দিয়ে হাটলে তা আপনার আত্মাকে পরিষ্কার করে এবং আপনার প্রার্থনাগুলি বুদ্ধের কাছে পৌঁছে দেয়।তিনি আরও বলেন, ঐতিহাসিকভাবে মাউন্ট টাকোসান দুর্দশা থেকে মুক্তির প্রার্থনার অতি গুরুত্বপূর্ণ স্থান। এই বছর উত্সবটি যথাযথ সতর্কতার সঙ্গে পালন করা হচ্ছে।মাউন্ট টাকোসানে অনুষ্ঠিত এই উৎসবের নাম হিওয়াতারি মাতসুরি। প্রায় ৫০ বছর ধরে এটি উদযাপন করে আসছে সেখানকার বৌদ্ধ ধর্মানুসারীরা।
জানা গেছে, সন্ন্যাসীরা কাঠ এবং জাপানি সাইপ্রাসের পাতায় আগুন লাগিয়ে দেয়। যখন তা দাউ দাউ করে জ্বলে ওঠে তখন তাতে পানি ঢেলে আগুনের শিখা নিভিয়ে ফেলা হয় এবং জ্বলন্ত অঙ্গারে পরিণত করা হয়। এরপর সেই অঙ্গার দুই ভাগে সাজিয়ে তার ওপর দিয়ে মন্ত্র জপ করতে করতে খালি পায়ে হাঁটেন ভিক্ষুসহ পূজারীরা।