ডেস্ক রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে ভারতে এবার সরকারি এক নারী কর্মকর্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আগে ওই নারী একটি সুইসাইড নোটও লিখে গেছেন। তবে ওই নারীর কোনো পরিচয় প্রকাশ করা হয়নি। শনিবার অরুণাচল প্রদেশের ইটানগরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এর আগে শুক্রবার পাঞ্জাবের অমৃতসরে করোনা আতঙ্কে এক বয়স্ক দম্পতি আত্মহত্যা করেন। ইটানগর পুলিশ সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন সরকারি ওই নারী কর্মকর্তা। তার জেরেই আত্মহননের মতো পথ বেছে নেন। বাথরুমেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বাড়ির বাথরুম থেকে পুলিশ একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে। চিঠিতে তিনি লেখেছেন– ‘যে হারে কোভিড-১৯ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, তাতে আমি আতঙ্কিত। দিনের পর দিন করোনার চাপ নিতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হলাম।’ এর আগে শুক্রবার সাথিয়াললা গ্রামের বাড়ি থেকে এক বয়স্ক দম্পতির লাশ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, বলবিন্দর সিং (৫৭) ও গুরজিন্দর কৌর (৫৫) ধরেই নিয়েছিলেন তারা করোনায় আক্রান্ত। সুইসাইড নোটে তারা লেখেন, করোনাভাইরাসের কারণে নিজেদের জীবন তারা শেষ করে দিচ্ছেন। এই মৃত্যুর পেছনে কারও হাত নেই। তবে পুলিশ জানিয়েছে, মৃত দম্পতির পরীক্ষায় করোনা সংক্রমণের প্রমাণ মেলেনি।
‘করোনার চাপ নিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলাম’
0
Share.