বুধবার, জানুয়ারী ১

করোনার চিকিৎসায় জীবাণুনাশক ইনজেকশনের পরামর্শ ট্রাম্পের

0

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাস মহামারী ছড়িয়ে বিশ্বে প্রাণহানি ঘটেছে প্রায় দুই লাখ মানুষের। আর একমাত্র যুক্তরাষ্ট্রেই মারা গেছেন ৫০ হাজার। এমন পরিস্থিতিতে যেন মাথা নষ্ট হওয়ার জোগাড় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাইতো তিনি করোনা ভাইরাসের দিয়ে দিলেন নিজস্ব চিকিৎসা পদ্ধতি। তিনি চিকিৎসাবিজ্ঞানীদের পরামর্শ দিয়েছেন, করোনার চিকিৎসা হিসেবে জীবাণুনাশক ইনজেকশন ব্যবহার করতে। আর রোগীর দেহে আল্ট্রা ভায়োলেট রে ব্যবহারেরও প্রস্তাবও দিয়েছেন তিনি। বৃৃহস্পতিবার হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ে তার এমন পরামর্শে চিকিৎসকদের মধ্যে কিছুটা বিরক্তির সৃষ্টি হয়েছে। ব্রিফিংস্থলেই ট্রাম্পের পরামর্শ নাকচ ও নিন্দা জানিয়েছেন এক চিকিৎসক। ট্রাম্পের পরামর্শের আগমুহূর্তে তার এক উর্ধ্বতন কর্মকর্তাও উচ্চমাত্রায় সূর্যালোক ও জীবাণুনাশক ইনজেকশন ব্যবহার বা ব্লিচিং করে করোনা ভাইরাস দূর করা সম্ভব বলে দাবি করেছেন। অবশ্য ট্রাম্পের নিজস্ব জনস্বাস্থ্য সংস্থা ওষুধ হিসেবে ব্লিচের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন।  হোয়াইট হাউসে করোনা ভাইরাস টাস্কফোর্সের ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা যুক্তরাষ্ট্র সরকারের গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন। তাতে বলা হয়, সূর্যের আলো  ও অতিমাত্রায় তাপের সংস্পর্শে এলে করোনা ভাইরাস অতিদ্রুত দুর্বল হয়ে পড়ে। এতে আরও বলা হয়, গবেষণায় দেখা গেছে লালা বা শ্বাস-প্রশ্বাসের তরলে থাকা ভাইরাসকে পাঁচ মিনিটের মধ্যে মেরে ফেরতে ব্লিচ ব্যবহার করা যেতে পারে। এছাড়া আইসোপ্রপাইল অ্যালকোহল আরও দ্রুত করোনা ভাইরাসকে কুপোকাত করতে পারে।  গবেষণার এ ফলাফলের উপর আস্থা রেখেই ট্রাম্প বলেন, আর সেজন্যই আমরা দেহকে অতিমাত্রায় তপ্ত করে কিংবা অতিরঞ্জনরশ্মি বা শক্তিশালী আলো ব্যবহার করে করোনা মোকাবেলা করতে পারি।  ট্রাম্প ব্রিফিংয়ে উপস্থিত হোয়াইট হাউসের করোনা বিষয়ক সমন্বয়ক ড. ডেবরাহ ব্রিক্সের দিকে তাকিয়ে বলেন, এটি নিয়ে আপনারা গবেষণা করতে পারেন।  ট্রাম্প আরও বলেন, দেহের ভেতরে এমন আলো প্রবেশ করিয়ে, সেটি হতে পারে ত্বকের ভেতর দিয়ে কিংবা অন্য কোনো উপায়ে হতে পারে। তাছাড়া জীবানুনাশক ইনজেকশনের মাধ্যমে দেহে প্রবেশ করিয়েও চিকিৎসা হতে পারে। তা এক মিনিটের ব্যাপার।  এসব বিষয় পরীক্ষা চালিয়ে দেখাই ভালো।ট্রাম্প বলেন, আমি চিকিৎসক নই, তবে এমন একজন ব্যক্তি যিনি ভালোই জানেন।  এ সময় ড. ব্রিক্সের দিকে তাকিয়ে করোনা ভাইরাস চিকিৎসায় আলো ও তাপের ব্যবহারের কথা শুনেছেন কিনা, জানতে চাইলে ব্রিক্স বলে দেন, না, করোনা চিকিৎসার ক্ষেত্রে তিনি তা শুনেননি। ব্রিফিংয়ে উপস্থিত এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, ট্রাম্পের এমন বক্তব্য আমেরিকানদের কাছে ভুল তথ্য ছড়াতে পারে কিনা? তবে তার জবাব মেলেনি।  এ বিষয়ে চিকিৎসাবিজ্ঞানীরা বলেন, ট্রাম্পের এমন চিকিৎসা ভয়ানক ফল বয়ে আনতে পারে।  পালমোনোলজিস্ট ড. ভিন গুপ্টা বলেন, শরীরে কোনো ধরণেন ক্লিনজিং পদার্থ ইনজেকশনের মাধ্যমে বা খেয়ে শরীরে প্রবেশ করানোর ধারণাটি দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক।  তিনি বলেন, এটি একটি সাধারণ পদ্ধতি, যখন কোনো মানুষ নিজেকে শেষ করে দিতে চায়।

Share.