বুধবার, জানুয়ারী ২২

করোনার ঝুঁকি এড়াতে চীনা কেবিন ক্রুদের ডায়াপার ব্যবহারের পরামর্শ

0

ডেস্ক রিপোর্ট: বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের সংক্রমণ আবারও আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় যাত্রী ও ক্রুদের সুরক্ষায় বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে উড়োজাহাজ সংস্থাগুলো। এর মধ্যে চীনের সিভিল অ্যাভিয়েশন প্রশাসন (সিএএসি) দেশটির উড়োজাহাজ সংস্থাগুলোর জন্য একটি নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে গতকাল বৃহস্পতিবার ওই নির্দেশিকার ব্যাপারে বলা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ওই নির্দেশিকায় সচেতন থাকার কয়েকটি পরামর্শের মধ্যে একটি হলো—টয়লেট ব্যবহার এড়াতে কেবিন ক্রুরা যেন ডিসপোজেবল ডায়াপার পরেন।নির্দেশিকার পিপিই বিভাগে করোনায় ঝুঁকিপূর্ণ দেশ ভ্রমণের ক্ষেত্রে মেডিকেল মাস্ক, দুই স্তরের ডিসপোজেবল মেডিকেল গ্লাভস, গগলস, ডিসপোজেবল টুপি, ডিসপোজেবল প্রতিরক্ষামূলক পোশাক এবং জুতায় ডিসপোজেবল কভার পরার জন্য কেবিন ক্রুদের পরামর্শ দেওয়া হয়েছে।এর পরের বাক্যেই করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে কেবিন ক্রুদের ডিসপোজেবল ডায়াপার ব্যবহার করতে এবং বিশেষ পরিস্থিতি ছাড়া টয়লেট ব্যবহার এড়িতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।নির্দেশিকায় এমন পরামর্শের কথা শুনে অনেকেই অবাক হয়েছেন। তবে এটি গোপন কোনো বিষয় নয় যে, ফ্লাইটের টয়লেটে জীবাণু থাকতে পারে।এদিকে করোনা মহামারি শুরুর পর থেকেই সংক্রমণ এড়াতে নানা ধরনের পদক্ষেপ নিতে শুরু করে চীনের উড়োজাহাজ সংস্থাগুলো। এর মধ্যে নতুন করে সংক্রমণ এড়ানোর নির্দেশিকাও প্রকাশ করল সিএএসি।

Share.