শনিবার, ডিসেম্বর ২৮

করোনার তহবিল সংগ্রহের সামিটে যোগ দেয়নি যুক্তরাষ্ট্র-রাশিয়া

0

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসের একটি টিকা তৈরি এবং এই রোগের পরীক্ষা এবং চিকিৎসার জন্য আট বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ব নেতারা। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আয়োজিত ওই অনলাইন সামিটে প্রায় ৪০টি দেশ অংশ নেয়। খবর বিবিসির। ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেছেন, এই অর্থ নজিরবিহীন বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে সাহায্য করবে। তিনি বলেন, এর মাধ্যমে একতা ও মানবতার আসল রূপ ফুটে উঠেছে। কিন্তু সামনের দিনগুলোতে আরও সহায়তা প্রয়োজন হবে বলেও তিনি সতর্ক করে দিয়েছেন। ৩০টির বেশি দেশ, জাতিসংঘ এবং বিভিন্ন দাতব্য সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠান এই তহবিলে অর্থ সহায়তা দিয়েছে। দাতাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন পপ গায়িকা ম্যাডোনা। তিনি ১.১ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। করোনার একটি টিকার গবেষণার জন্য এক বিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপিয়ান কমিশন। একই পরিমাণ অর্থ সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে নরওয়ে। এছাড়া ফ্রান্স, সৌদি আরব ও জার্মানি প্রত্যেকে ৫০০ মিলিয়ন ইউরো দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আর জাপান জানিয়েছে, তারা এই তহবিলে ৮০০ মিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা দেবে। এদিকে তহবিল সংগ্রহের এই সামিটে অংশ নেয়নি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। তবে ইউরোপীয় ইউনিয়নে নিজের একজন দূতের মাধ্যমে প্রতিনিধিত্ব করেছে চীন। চীনের উহান শহর থেকেই গত বছরের ডিসেম্বরে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। ইইউ জানিয়েছে, প্রতিশ্রুতি পাওয়া তহবিলের মধ্যে ৪.৪ বিলিয়ন ডলার টিকা তৈরির জন্য ব্যয় করা হবে। ২ বিলিয়ন ডলার চিকিৎসার জন্য এবং ১.৬ বিলিয়ন ডলার পরীক্ষার পেছনে খরচ করা হবে।

Share.