ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যে করোনার নতুন ধরন নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। খবর এএফপির। হু-র ইমার্জেন্সি চিফ মাইকেল রায়ান সাংবাদিক বৈঠকে বলেন, এর থেকে আরও বেশি মাত্রায় সংক্রমণ দেখেছি এই অতিমারিতে। আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। তাই এমনটা ভাবার কোনও কারণ নেই যে নতুন এই পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। তবে এ নিয়ে চুপ করে বসে থাকাটাও উচিৎ হবে না। করোনার নতুন ধরণ নিয়ে অনেকে দাবি করেন এটি আগের তুলনায় ৭০ শতাংশ বেশি দ্রুত সংক্রমণ ছাড়াচ্ছে। এখানেই ভয়ের কারণ তৈরি হয়েছে। এই প্রসঙ্গে সোমবার হু বলেছে, নতুন এই ধরণ দ্রুত সংক্রমণ ছড়ালেও পরিস্থিতি হাতের এখনও হাতের বাইরে চলে যায়নি। সেপ্টেম্বরে যুক্তরাজ্যে করোনার নতুন ধরন ধরা পড়ে। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক সম্প্রতি জানিয়েছেন, নতুন এই ধরনের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তারপর বিশ্বের ৩০টি ব্রিটেন থেকে আগত যাত্রীদের ওপর এবং বিমান সংযোগও নিষিদ্ধ করেছে। ইউরোপসহ বিশ্বের বহু দেশ ইতোমধ্যে ব্রিটেনের বিমানে নিষেধাজ্ঞা জারি করেছে। রায়ান অবশ্য বলেছেন, আমরা যে পদক্ষেপ নিয়েছি সেটাই ঠিক। তবে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। যাতে এই অবস্থা নিয়ন্ত্রণ করা যায়।
করোনার নতুন ধরন নিয়ন্ত্রণের বাইরে যায়নি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
0
Share.