ডেস্ক রিপোর্ট: করোনার নতুন ধরন রুখতে সীমান্তে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। ব্রিটেনের B1.1.7, দক্ষিণ আফ্রিকার B1.351 সেই সাথে ব্রাজিলের E 484K করোনার ধরন যাতে কোনোভাবেই ছড়াতে না পারে সে বিষয়ে বাড়তি সতর্ক দেশটি।প্রতিবেশী দেশ চেক রিপাবলিক ও অস্ট্রিয়ার সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। করোনা টেস্টে নেগেটিভ সার্টিফিকেট নিয়েও জার্মানিতে ঢুকতে পারছেন না অনেকে।কর্তৃপক্ষ বলছে, সীমান্ত দিয়ে নিয়মিত যাতায়াতকারী ও লরি চালকদের মাধ্যমে নতুন ধরনের করোনা যাতে জার্মানিসহ ইইউর অন্যান্য দেশে ছড়িয়ে যেতে না সেজন্যই এ ব্যবস্থা। এমনকি যাদের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড পরীক্ষায় করোনা নেগেটিভ আসছে তাদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছে না জার্মানিতে। এতে সীমান্ত থেকে ফিরে যেতে হচ্ছে অনেককে।জার্মানির সীমান্ত কড়াকড়িতে উদ্বেগ জানিয়েছে অস্ট্রিয়া, ফ্রান্স ও চেক রিপাবলিক। এ বিষয়ে জার্মান রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চেয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ। বার্লিনের সীমান্তে কড়াকড়ি আরোপের সিদ্ধান্তের সমালোচনা করেছে ইউরোপের অন্যান্য দেশগুলোও।
করোনার নতুন ধরন রুখতে সীমান্তে কড়াকড়ি জার্মানির
0
Share.