করোনার নতুন রূপটি আরও বেশি প্রাণঘাতী : বরিস জনসন

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, করোনা সংক্রমণের নতুন রূপটি উচ্চ মাত্রার সংক্রামক এবং এটি কেবল সংক্রামকই নয়, ইংল্যান্ডে এটি আরও বেশি প্রাণঘাতী। শুক্রবার (২২ জানুয়ারি) আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে।প্রধানমন্ত্রী জনসন বলেছেন, করোনার নতুন রূপটি কেবল অধিক সংক্রামকই নয়, এর মৃত্যুহারও বেশি। গবেষণা বলছে, দক্ষিণ-পূর্ব ইংল্যান্ড ও লন্ডনে বিস্তার করা করোনার নতুন রূপটি অনেক বেশি প্রাণঘাতী। অর্থাৎ এর মৃত্যুহারও বেশি। তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আবিষ্কার করা আমাদের ভ্যাকসিন সাধারণ ও নতুন করোনার রূপ উভয়ের জন্যই কার্যকর এবং এটি প্রমাণিতও।করোনার নতুন রূপ বিস্তার করার পর দেশটিতে মৃত্যুহার বেড়েছে। যুক্তরাজ্যে শুক্রবার ১ হাজার ৪০১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৯৮১ জনে। শেষ কয়েক সপ্তাহে দেশটিতে করোনায় মৃত্যুর হার ১৬ শতাংশ বেড়েছে এবং হাসপাতালে এর রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে।গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Share.