ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ায় ফের করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশটির ভিক্টোরিয়া রাজ্যে কয়েকদিন ধরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। রাজ্যটিতে নতুন করে ৪০৩ জন শনাক্ত হয়েছেন। আর তৃতীয় দিনের মতো ৫ জনের প্রাণহানি ঘটেছে।রাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুস নতুন করে এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বেশি বেশি পরীক্ষার ওপর জোর দিয়েছেন।বৃহস্পতিবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে, ভিক্টোরিয়ার বাসিন্দারা করোনা টেস্ট করালে তাদের দেয়া হবে ৩০০ অস্ট্রেলিয়ান ডলার। পাশাপাশি টেস্টের ফল পাওয়া পর্যন্ত তাদের আইসোলেশনে থাকতে হবে। আর পজিটিভ হলে পাবেন আরও ১৫০০ ডলার। এ সব অর্থ দেয়া হবে সরকারি তহবিল থেকে।রাজ্যটির প্রধান ড্যানিয়েল দাবি করেন, নাগরিকরা উপসর্গ নিয়ে কাজে যাচ্ছেন এবং করোনা পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন না; এতে করোনা ছড়িয়ে পড়তে পারে।তিনি বলেন, নাগরিকরা তখনই ৩০০ ডলার পাবেন যখন তারা আইশোলেশনে থাকবেন। এই অর্থ পরিশোধের জন্য আবেদন করা খুবই সহজ। তবে আইসোলেশনে না থাকলে কোনোভাবেই এ অর্থ পাবেন না।সরকারের কাছে বেতন স্লিপ দেখাতে হবে নয়তো এই অর্থ পাবেন না। তবে বেতন স্লিপ তাৎক্ষণিক দেখাতে না পারলে তাদের জন্য বিধিবদ্ধ ঘোষণা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেছেন। এ পদ্ধতি সংক্রমণ রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মনে করেছেন অ্যান্ড্রুস।তিনি বলেন, আইশোলেশনে থাকা অবস্থায় কারো করোনা পজিটিভ হলে সে ক্ষেত্রে ১৫০০ ডলার পাবেন। করোনাকালীন এ সব অর্থ তাদের পরিবারের জন্য অনেক উপকার হবে বলেও তিনি জানান।তিনি দাবি করেন, বেশিরভাগ মানুষ করোনা টেস্টের ফলাফল পাওয়ার আগ পর্যন্ত আইসোলেশনে বাড়িতে থাকছেন না। তারা শপিং বা তাদের কর্মক্ষেত্রে যাচ্ছেন।

MELBOURNE, AUSTRALIA - JULY 07: Workers in personal protective equipment are seen on July 07, 2020 in Melbourne, Australia. Nine public housing estates are in mandatory lockdown and two additional suburbs are under stay-at-home orders as authorities work to stop further COVID-19 outbreaks in Melbourne. The public housing towers will be in total lockdown for at least five days and the only people allowed in and out are those providing essential services. Residents of 12 Melbourne hotspot postcodes are also on stay-at-home orders and are only able to leave home have for exercise or work, to buy essential items including food or to access childcare and healthcare. Businesses and facilities in these lockdown areas are also restricted and cafes and restaurants can only open for takeaway and delivery. (Photo by Daniel Pockett/Getty Images)
করোনার নমুনা দিলে ৩০০ ডলার পজিটিভ হলে ১৫০০
0
Share.