ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ায় কোভিট -১৯ পরিস্থিতি মোকাবেলায় মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (আরএমসিও) চলাকালে বিধিনিষেধ লংঘনের দায়ে ৬১৭ জনকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃংখলা বাহিনী। গ্রেফতারকৃতদের মধ্যে ২০ জনকে রিমান্ডে নেয়া হয়েছে এবং বাকিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। গ্রেফতারের কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের (আরএমসিও) বিধিনিষেধ উপেক্ষা করে নাইট ক্লাব পরিচালনা,সামাজিক দূরত্ব না মানা, স্বাস্থ্যবিধি না মানার কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তবে এর মধ্যে কতজন অভিবাসী রয়েছেন এ বিষয়ে স্পষ্ট করে কিছুই বলা হয়নি। দেশটির সিনিয়র মন্ত্রী (প্রতিরক্ষা) দাতুক সেরী ইসমাইল সাবরি ইয়াকুব বলেছেন, ৪২৩৮ টি শপিংমল, ৫৯০২ টি রেস্টুরেন্ট, ১২২৫ টি কারখানা, ৩৬৩৪ টি ব্যাংক, ৬৮২ টি সরকারি কার্যালয়, ১২০৫ টি স্থলক্ষেত্র, ২৩২টি জলসীমায়, ৮৮টি এয়ার টার্মিনালে এই অভিযান চালানো হয়েছে।এছাড়া সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসী অনুপ্রবেশ ঠেকাতে সারাদেশে ৬৭ টি সড়ক ব্লক দিয়ে ৩৪২২৪ টি যানবাহন তল্লাশি করা হয়েছে।আবাসন ও স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে, ১৩৪ টি জোনে ৯৩৭৬ টি স্থানে স্যানিটেশন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
করোনার বিধিনিষেধ না মানায় মালয়েশিয়ায় ৬১৭ জনকে গ্রেফতার
0
Share.