বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

করোনার মধ্যেও ইতালির মসজিদগুলোতে মুসল্লিদের ঢল

0

ডেস্ক রিপোর্ট:  ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র রমজানের রোজা রাখছেন ইতালির প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার (২৩ এপ্রিল) রমজানের দ্বিতীয় জুম্মায় মসজিদে দেশটির বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতি দেখা গেছে।একদিকে করোনা অন্যদিকে লকডাউন। এর মধ্যেই রোজা পালন করছেন ইতালির প্রবাসী মুসল্লিরা। রমজানের দ্বিতীয় জুমায় ইতালির প্রতিটি মসজিদে একাধিক জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। বিভিন্ন মসজিদের ভেতরে মুসল্লিদের জায়গা না হওয়ায় মসজিদের বাইরে মাঠে এবং রাস্তায়ও সালাত আদায় করতে দেখা যায়। জুমার নামাজে শামিল হতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা।এক ইতালি প্রবাসী বাংলাদেশি বলেন, ইতালিতে লকডাউনের মধ্যেও মসজিদগুলো খোলা। আর মসজিদগুলোতে ইসলামি কার্যক্রম আমরা পরিচালনা করতে পারছি।আরেক প্রবাসী বাংলাদেশি বলেন, আমরা শারীরিক দূরত্ব বজায় রেখে মসজিদে নামাজ পড়তে আসি। আর মসজিদগুলোতে জন্য সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে। সে জন্য আমরা ইতালি সরকারকে ধন্যবাদ জানায়।নামাজ শেষে মুসল্লিরা মুসলিম উম্মাহ ও সমগ্র পৃথিবীর শান্তির জন্য মোনাজাত করেন। করোনামুক্ত পৃথিবীর জন্যও দোয়া করেন সবাই।ইতালির সরকার এ বছর পবিত্র রমজান শুরু হওয়ার আগমুহূর্তে খুলে দেয় মসজিদগুলো। এ কারণে পবিত্র রমজানের তারাবিহ নামাজও মসজিদে পালন করতে পারছেন মুসল্লিরা। সরকারের এমন সিদ্ধান্তে খুশি দেশটির লাখ লাখ মুসলমান।

Share.