করোনার সনদ ছাড়া যাত্রী আনায় বুরাক এয়ারকে জরিমানা

0

ডেস্ক রিপোর্ট: লিবিয়া থেকে কোভিড-১৯ সনদ ছাড়া ১৫০ যাত্রী নিয়ে বাংলাদেশে আসায় ফ্লাইট অপারেটর বুরাক এয়ারকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে লিবিয়া থেকে ১৫৩ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইট। তিনজনের কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট সঙ্গে থাকায় তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার অনুমতি দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। বাকি দেড়শ জনকে বাড়ি যাওয়ার সুযোগ না দিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠিয়েছেন বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা।দেশের বিমানবন্দরগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের একটি ফেসবুক গ্রুপে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সিভিল অ্যাভিয়েশন অথরিটির পরিপত্র মোতাবেক বিদেশ থেকে বাংলাদেশে আসতে হলে যাত্রীকে অবশ্যই কোভিড টেস্ট রিপোর্টসহ আসতে হবে। ১৫০ জন যাত্রীর ভোগান্তি সৃষ্টির জন্য বুরাক এয়ারকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লাইট অপারেটর কোম্পানি বুরাক এয়ার দাবি করেছিল, যুদ্ধবিধ্বস্ত লিবিয়াতে আরটি-পিসিআর টেস্ট করার মতো সুবিধা নেই। তবে সেরকম দেশের ক্ষেত্রেও সিভিল অ্যাভিয়েশন অথরিটির নীতিতে ছাড় রয়েছে। শুধু এরকম ক্ষেত্রে আরটি-পিসিআর টেস্টের পরিবর্তে অ্যান্টিজেন টেস্ট রিপোর্ট গ্রহণ করার সুযোগ রয়েছে। ওই ফ্লাইটেরই তিনজন যাত্রী বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তাকে উপযুক্ত সনদ দেখিয়ে বাড়ি গিয়েছেন। লিবিয়ায় আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে এই বিশেষ ফ্লাইটটি পরিচালিত হয়েছিল। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ১২ দিনে কোভিড সনদ সংক্রান্ত নিয়ম না মানায় ১৫টি এয়ারলাইনস বিচারের আওতায় এসেছে।

Share.