মঙ্গলবার, ডিসেম্বর ২৪

করোনায় আক্রান্ত অর্জুন

0

বিনোদন ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড তারকা অর্জুন রামপাল। সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন অভিনেতা নিজেই। বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি। তবে তার কোনও উপসর্গ নেই। সামাজিক মাধ্যমের পোস্টে অর্জুন বলেন, আমি করোনায় আক্রান্ত। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছি। চিকিৎসা বাড়ি থেকেই চলছে। যা নিয়ম মানতে হয়, সবটাই মেনে চলছি।অর্জুন আরও বলেন, যারা গত ১০ দিনে আমার সংস্পর্শে এসেছিলেন, দয়া করে জরুরি ব্যবস্থা নিন। এই সময়টা ভয়ংকর। কিন্তু যদি আমরা সকলে কিছুদিনের জন্য বুদ্ধি খাটিয়ে পদক্ষেপ নিই, তাহলে দীর্ঘদিনের ভোগান্তি কমবে। আমরা সকলে একজোট হয়ে করোনার সঙ্গে লড়াইয়ে জিতবই।

Share.