বুধবার, ডিসেম্বর ২৫

করোনায় আক্রান্ত ইউটিউবার কলি

0

বিনোদন ডেস্ক: ভারতের করোনা মহামারির দ্বিতীয় ঢেউ চলছে। প্রতিদিন অসংখ্য মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। ভারত সরকার বেশ কয়েক রাজ্যে কারফিউ ঘোষণা করেছে। আর মহারাষ্ট্রে ১ মে পর্যন্ত ১৫ দিনের লকডাউন দিয়েছে। এরই মধ্যে বহু তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ‘মিসম্যাচড’ অভিনেত্রী ও জনপ্রিয় ইউটিউবার প্রযক্তা কলির নাম।বলিউডভিত্তিক গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, ইউটিউবার-অভিনেত্রী প্রযক্তা কলির করোনার নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর নিজেই জানিয়েছেন কলি।ইনস্টাগ্রামে ওই পোস্টে কলি জানিয়েছেন, সমস্ত পূর্বসতর্কতা অবলম্বন করা সত্ত্বেও তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তিনি ভালো আছেন। তাঁকে চিকিৎসক ও পরিবারের সদস্যরা দেখভাল করছেন। ভক্তদের উদ্দেশে কলি বলেন, নিরাপদে থাকতে, মাস্ক পরিধান করতে।অন্তর্জালে ব্যাপক জনপ্রিয় কলি। লাখো ভক্ত রয়েছে তাঁর। ইউটিউবে তাঁর অ্যাকাউন্টের নাম মোস্টলিস্যান। ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারী ৩৬ লাখ। রোমান্টিক সিরিজ ‘মিসম্যাচড’-এর মাধ্যমে কলির নেটফ্লিক্সে অভিষেক হয়েছে। আর ‘যুগ যুগ জিয়ো’ সিনেমার মাধ্যমে তাঁর বলিউডে অভিষেক হবে। এতে আরও রয়েছেন বরুণ ধাওয়ান, কিয়ারা আদভানি, অনিল কাপুর ও নীতু কাপুর।সম্প্রতি অর্জুন রামপাল, সোনু সুদ, পবন কল্যাণ, পরেশ রাওয়াল, রণবীর কাপুর, আলিয়া ভাট, ভূমি পেড়নেকার, ভিকি কুশল, কার্তিক আরিয়ান, আমির খান, মিলিন্দ সোমান, গোবিন্দের মতো তারকারা কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন।

Share.