করোনায় আক্রান্ত চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক ছটকু আহমেদ

0

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্রের প্রখ্যাত নির্মাতা ও পরিচালক ছটকু আহমেদ আক্রান্ত হয়েছেন। গুণী এই চলচ্চিত্র নির্মাতা নিজেই বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন, গত কয়েকদিন যাবত হঠাৎ শরীরে জ্বর জ্বর অনুভূত হলে শনিবার (১৫ আগস্ট) শরীরের নমুনা পরীক্ষা করাই। পরদিন ১৬ আগস্ট টেস্ট রিপোর্টে পজিটিজ ধরা পড়ে। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, শরীরে জ্বরের মাত্রাটা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছি। তবে অন্য কোনো উপসর্গ নেই। উল্লেখ্য, ১৯৭২ সালের ১৬ জুলাই ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম সিনেমায় সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে পা রাখার পর থেকে দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি প্রায় সাড়ে তিন শতাধিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন। ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘সত্য মিথ্যা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এছাড়াও অসংখ্য পুরস্কার রয়েছে তার দীর্ঘ ক্যারিয়ারের ঝুড়িতে।

Share.