স্পোর্টস ডেস্ক: ফুটবলের নতুন মৌসুম শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল প্যারিসের ক্লাব পিএসজি। করোনায় আক্রান্ত হয়েছেন ক্লাবটির গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় অ্যাঞ্জেল ডি মারিয়া ও লিওনার্দো পারদেস। ফুটবলভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন বিষয়টি জানিয়েছে।গতকাল সোমবার দুই ফুটবলারের করোনায় আক্রান্তের খবর জানায় পিএসজি। কোন দুজন আক্রান্ত, সে ব্যাপারে কিছু জানায়নি ক্লাব কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত প্রকাশ্যে এলো তাঁদের নাম। ইএসপিএনের প্রতিবেদনে জানা যায়, সে দুজন হলেন ডি মারিয়া ও পারদেস।চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পর খেলোয়াড়দের ছুটি দেয় পিএসজি। ছুটি পেয়ে অবকাশযাপনে স্পেনের দ্বীপ ইবিজিয়ায় যান খেলোয়াড়রা। সেখান থেকেই নাকি করোনায় আক্রান্ত হন দুই আর্জেন্টাইন তারকা। ডি মারিয়া ও পারদেসের সঙ্গে স্পেনে গিয়েছিলেন নেইমার জুনিয়রও। তবে দুজনের কোভিড-১৯ পজিটিভের কথাই জানায় ফরাসি চ্যাম্পিয়নরা।নতুন মৌসুমের আগে করোনার দুঃসংবাদে বড় ধাক্কা খেল ক্লাবটি। কারণ, ১০ সেপ্টেম্বর শুরু হবে লিগ ওয়ানের ২০২০-২১ মৌসুম। শুরুর দিকে দুই তারকাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। তবে মৌসুমের আগে নেইমারদের আরো একবার কোভিড-১৯ পরীক্ষা করা হবে বলে জানায় পিএসজি।করোনায় আক্রান্ত হলেও ডি মারিয়া ও পারদেসের কোনো উপসর্গ দেখা যায়নি। দুজনেই আপাতত সেলফ আইসোলেশনে আছেন।
করোনায় আক্রান্ত ডি মারিয়া
0
Share.