করোনায় আক্রান্ত মাহমুদুর রহমান মান্না

0

ঢাকা অফিস: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। মান্না নিজেই এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।মান্না বলেন, বুধবার করোনা টেস্ট করিয়েছি। আজ সকালে রেজাল্ট পজিটিভ আসে। শরীর ভালো আছে, বাসায় থেকে চিকিৎসা নিচ্ছি। দেশবাসীর কাছে দোয়া চাই।গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে প্রথম একজনের মৃত্যু হয়। সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ছয় হাজার ৪৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত বছর দেশে করোনা শনাক্ত হওয়ার পর এটিই একদিনে সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের সংখ্যা। এ নিয়ে দেশে মোট ছয় লাখ ১৭ হাজার ৭৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বেড়েছে। গতকাল বুধবার দেশে ৫২ জন করোনায় মারা গেলেও গত ২৪ ঘণ্টায় একই কারণে ৫৯ জন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে নয় হাজার ১০৫ জনে দাঁড়িয়েছে।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুই হাজার ৫৩৯ জন। এ নিয়ে দেশে মোট পাঁচ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন করোনা থেকে সুস্থ হলো। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Share.