করোনায় আক্রান্ত সিংহ

0

ডেস্ক রিপোর্ট: বাঘের পর এবার করোনায় আক্রান্ত সিংহের খবর পাওয়া গেছে। বার্সেলোনার চিড়িয়াখানায় ওই সিংহদের দেখভালের দায়িত্বে থাকা দুইজনও করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে নিউ ইয়র্কের চিড়িয়াখানায় চারটি বাঘ করোনায় আক্রান্ত হয়েছিল। তবে বর্তামানে তারা সুস্থ। এবার করোনায় আক্রান্ত হলো বার্সেলোনার চিড়িয়াখনার তিনটি সিংহি ও একটা সিংহ। তাদের দেখাশুনার দায়িত্বে থাকা দুইজন চিড়িয়াখানা কর্মীও করোনায় আক্রান্ত। মনে করা হচ্ছে তাদের কাছ থেকেই করোনাভাইরাস সিংহগুলিকে আক্রমণ করেছে। তিন সিংহির নাম জালা, নিমা ও রান রান এবং সিংহের নাম কিউম্বে। তাদের প্রত্যেকেরই দেহে করোনার লক্ষণ আছে। এ ঘটনার পর বার্সেলোনার চিড়িয়াখানা কর্তৃপক্ষ এরপরই নিউ ইয়র্কের চিড়িয়াখানার সঙ্গে যোগাযোগ করেন। তারা করোনায় আক্রান্ত বাঘগুলিকে কীভাবে সারিয়ে তোলা হয়েছিল, সেটি তারা জানতে চান। বার্সেলোনার চিড়িয়াখানার পশু চিকিৎসা বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, একমাত্র নিউ ইয়র্কের চিড়িয়াখানায় বাঘেদের করোনা চিকিৎসার পুরো ডকুমেন্টেশন আছে। তাদের চিড়িয়াখানার সিংহিগুলির বয়স ১৬ বছর এবং সিংহের বয়স চার বছর। তবে সিংহ বা সিংহিগুলি অন্য কোনো পশুর কাছাকাছি আসেনি। চিড়িয়াখানার অস্থায়ী ডিরেক্টর জুলি মাওরি জানিয়েছেন, এই সিংহগুলের থেকে কোনও দর্শনার্থীরও করোনা হওয়ার সম্ভাবনা নেই। কারণ, সিংহ ও সিংহিগুলিকে দর্শনার্থীরা দূর থেকেই দেখেন। সূত্র: ডয়েচে ভেলে।

Share.