ঢাকা অফিস: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে এক হাজার ৭১৯ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে।দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৫৯৭ জনে। আর মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৬০ হাজার ৮৮৭ জন।মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৩৫২ জন। মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ১৪ হাজার ৪৭৯ জন।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৭৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছর ৮ মার্চ। আর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার একদিনে সারা বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ছয় হাজার ৫৪৫ জন এবং একদিনে করোনা আক্রান্ত হয়েছে তিন লাখ ৩৬ হাজার ৩২৭ জন।সবমিলিয়ে বিশ্বে করোনা আক্রান্ত হয়েছে ১২ কোটি সাত লাখ ৬৬ হাজার ১৯ জন এবং মৃত্যু হয়েছে ২৬ লাখ ৭১ হাজার ৭৭৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে নয় কোটি ৭৪ লাখ আট হাজার ৮৬ জন।
করোনায় আরও ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১৭১৯
0
Share.