বুধবার, জানুয়ারী ১

করোনায় কারখানা বন্ধ, মুসলিমদের জোর করে খাটাচ্ছে চীন

0

ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাসের আতঙ্কে চীনে সমস্ত কারখানা বন্ধ থাকলেও এর মধ্যেই জোর করে হাজার হাজার উইঘুর মুসলিমকে বিভিন্ন কারখায় শ্রমিক হিসেবে ধরে নিয়ে গিয়ে কাজ করে নিচ্ছে চীন। অস্ট্রেলিয়ান স্ট্রাটেজিক পলিসি ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত অন্তত ৮০ হাজার উইঘুর মুসলিমকে শিনজিয়াং প্রদেশ থেকে চীনের বিভিন্ন কারখানায় শ্রমিক হিসেবে পাঠানো হয়। এছাড়া অনেক উইঘুর মুসলিমদের সরাসরি ‘বন্দিশালা’ থেকে কারখানায় পাঠানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। চীনের ওইসব কারখানায় বিশ্বের অন্তত ৮৩টি নামী ব্র্যান্ডের পণ্য উৎপাদন হয়। এসব ব্র্যান্ডের মধ্যে আছে অ্যাপল, নাইক, স্যামসাং, বিএমডব্লিউ, সনি। আরও বলা হয়েছে, কারখানায় জোর করে নিয়োগ করা মুসলিমদের ছাত্রাবাসে রাখা হয়। সেইসঙ্গে তাদের ওপর চলে কড়া নজরদারি। কারখানায় কাজের বাইরে তাদের ওপর মতাদর্শের উপর প্রশিক্ষণ চালানো হয়। এছাড়া তাদের ধর্মীয় অনুশীলন থেকেও বিরত রাখা হয়। একাধিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ওই উইঘুর মুসলিমদের চলাচলেও নানা বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

Share.