করোনায় ক্রীড়াক্ষেত্রে মারাত্মক প্রভাব,পাইকগাছা ও খুলনার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

0

বাংলাদেশ থেকে খুলনা জেলা প্রতিনিধি: পাইকগাছায় করোনা মহামারিতে ক্রীড়াক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলেছে। সামাজিক দূরত্ব বজায় ও লকডাউনের কারনে তরুন মাঠগামী যুবকরা ধাবিত হচ্ছে ভার্চূয়াল জগতে। দীর্ঘদিন যাবৎ খেলাধূলা বন্ধ রয়েছে ঐতিহ্যবাহী পাইকগাছা সরকারি হাইস্কুল ফুটবল মাঠে। ধীরে ধীরে পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই পাইকগাছার দেবাশিষ ফুটবল একাডেমীর আয়োজনে শনিবার অনুষ্ঠিত হয়ে গেলো প্রীতি ফুটবল ম্যাচ। খুলনার এসবি আলী ফুটবল একাডেমী ও পাইকগাছা দেবাশীষ ফুটবল একাডেমীর মধ্যকার খেলা ১-১ গোলে ড্র হয়েছে। খেলার প্রথমার্ধে গোল শূন্য ড্র হলেও, খেলার দ্বিতীয়ার্ধে ৮ মিনিটে দেবাশীষ ফুটবল একাডেমীর ৮নং জার্সি পরিহিত সোহেল গোল করে এবং ১৯ মিনিটে খুলনার ১৩ নং জার্সি পরিহিত মঈন গোল পরিশোধ করে। সর্বশেষ ১-১ গোলে ড্র নিয়ে খেলার সমাপ্তি হয়। প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গড়ইখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাবেক কৃতি ফুটবলার আব্দুস সালাম কেরু। বিশেষ অতিথি ছিলেন-খুলনা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, এসবি আলী ফুটবল একাডেমীর সভাপতি বাবুল হোসেন বাবলা, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, কোচ বদরুজ্জামান ইতি, সাবেক কৃতি ফুটবলার আজিবার রহমান, পাইকগাছা ফুটবল উন্নয়ন সংগঠনের সভাপতি তুষার কান্তি মন্ডল, দেবাশীষ ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা দেবাশীষ সানা, একাডেমীর সদস্য আইনজীবী মঞ্জুরুল হাসান, ওজিয়ার রহমান, নূরুল ইসলামসহ আরো অনেকে। খেলার রেফারির দায়িত্ব পালন করেন রমজান হোসেন। উল্লেখ্য আজকের প্রীতি ফুটবল খেলায় দুদলেরই অনেক তরুন খেলোয়ার ইতোমধ্যেদেশের বিভিন্ন ক্লাবগুলিতে খেলে থাকেন এবং বাংলাদেশ জাতীয় দলের (অনুর্দ্ধ-১৯) ফুটবল দলের ১ম গোলকিপার শান্ত কুমার খুলনা এসবি আলী ক্লাবের হয়ে গোল রক্ষকের দায়িত্ব পালন করেন।

Share.