মঙ্গলবার, ডিসেম্বর ২৪

করোনায় বাংলাদেশে প্রথম মৃত্যু

0

ঢাকা অফিস: দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বুধবার (১৮ মার্চ) এক ব্যক্তি মারা গেছেন। তার বয়স ৭০-এর বেশি। তিনি বিদেশফেরত নন, তবে বিদেশ থেকে আসা এক আত্মীয়ের মাধ্যমে তিনি সংক্রমিত হয়েছিলেন। সংক্রমণের পর তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া তিনি ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন। বুধবার (১৮ মার্চ) নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। মারা যাওয়া ওই ব্যক্তি একজন পুরুষ এবং রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। যে হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তাকে সেবাদানকারী একাধিক চিকিৎসক ও নার্সকে আইসোশেলনে এবং হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলেও জানিয়েছে সূত্রটি। তবে আইইডিসিআর এসব তথ্য প্রকাশ করেনি। প্রতিষ্ঠানটির মুখপাত্র ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘নতুন করে চার জন আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ১৪ জন। নতুন করে আক্রান্তের মধ্যে একজন নারী ও তিন জন পুরুষ। আক্রান্তদের একজন আগে যারা আক্রান্ত ছিলেন তাদের পরিবারের সদস্য। বাকি তিন জন বিদেশ থেকে এসেছেন। এদের দুই জন ইতালি, একজন কুয়েত থেকে এসেছেন। এখন পর্যন্ত ১৬ জন আইসোলেশনে আছেন। আর ৪২ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন।’

প্রসঙ্গত, প্রথম ইতালি থেকে আসা দুই পুরুষ এবং দেশে থাকা তাদের একজনের এক নারী আত্মীয় করোনায় আক্রান্ত হন। গত ৮ মার্চ এ তথ্য জানায় আইইডিসিআর। তারা তিন জনই চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এরপর গত ১৪ মার্চ জার্মানি ও ইতালি থেকে আসা আরও দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

Share.