করোনায় বিশ্বে এক দিনে মৃত্যু ২ হাজার ৬২৮, শনাক্ত ১০ লাখ

0

ডেস্ক রিপোর্ট: মহামারি করোনায় ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মারা গেছে দুই হাজার ৬২৮ জন। এসময়ে শনাক্ত হয়েছে ১০ লাখ ৬ হাজার ৮৫৭ জন। রোববার সকালে করোনা সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে এক হাজার ১১৭। শনাক্ত কমেছে প্রায় সোয়া তিন লাখ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ৬১ লাখ ৭৪ হাজার ৩১০ জনের। আক্রান্ত হয়েছে ৪৯ কোটি ১০ লাখ ১৭ হাজার ৭২২ জন। ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি দুই লাখ ৬৪ হাজার ৯৭ জন শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। এই সময়ের দেশটিতে মারা গেছে ৩৩৯ জন। পূর্ব এশীয় দেশ দক্ষিণ কোরিয়ায় মহামারির শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এক কোটি ৩৬ লাখ ৩৯ হাজার ৯১৫ জন। মৃত্যু হয়েছে ১৬ হাজার ৯২৯ জনের। ২৪ ঘণ্টায় মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে রাশিয়া। এই সময়ের মধ্যে দেশটিতে মারা গেছে ৩৪০ জন। শনাক্ত সংখ্যা ১৭ হাজার ৯৪৯। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে তিন লাখ ৬৯ হাজার ৪০৪ জন মারা গেছে। মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৭৮ লাখ ৮০ হাজার ৩৮ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

 

Share.