ডেস্ক রিপোর্ট: করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে শনাক্ত হয়েছে ১১ লাখ ৫৭ হাজার ৯১৩ জন। এসময়ে মারা গেছে চার হাজার ১১৮ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত কমেছে দুই লাখেরও বেশি। মৃত্যু কমেছে দেড় হাজার। মহামারি শুরুর পর থেকে বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৪ কোটি ৬৩ লাখ ৪৪ হাজার ২৮ জন। মৃতের সংখ্যা ৬০ লাখ ১৯ হাজার ১৮৪। সোমবার (৭ মার্চ) সকালে করোনাভাইরাসের সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে দুই লাখ ৪৩ হাজার ৬১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। একদিনে মারা গেছে ১৬১ জন। পূর্ব এশীয় দেশটিতে এখন পর্যন্ত ৪৪ লাখ ৫৬ হাজার ২৬৪ জন আক্রান্ত হয়েছে এবং আট হাজার ৯৫৭ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে রাশিয়া। এই সময়ের মধ্যে দেশটিতে মারা গেছে ৭৪৪ জন। শনাক্তের সংখ্যা ৭৯ হাজার ৮৬৩। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৬৯ লাখ ৪১ হাজার ৬৫৬ জন এবং মৃত্যু হয়েছে তিন লাখ ৫৬ হাজার ২৮১ জনের।সংক্রমণের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে মৃত্যুতে তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছে চার হাজার ১২৪ জন। মারা গেছে ৭০ জন। বাংলাদেশের প্রতিবেশী দেশটিতে মোট আক্রান্ত হয়েছে চার কোটি ২৯ লাখ ৬৭ হাজার ৭৭ জন এবং মারা গেছে পাঁচ লাখ ১৫ হাজার ১৩৩ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।