রবিবার, নভেম্বর ২৪

করোনায় ভারতে ১৯৯ জনের মৃত্যু

0

ডেস্ক রিপোর্ট: ভারতে লকডাউনের মধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একের পর এক মানুষ মারা যাচ্ছেন। এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯৯ জনের। গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের প্রাণ কেড়েছে ওই ভাইরাসটি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী করোনায় মোট সংক্রমিত ৬,৪১২ জন। ভারতে এই রোগের সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে মহারাষ্ট্রে, সেখানে এখনও পর্যন্ত ১,৩৬৪ জন করোনা পজিটিভ। গত বছরের ডিসেম্বর মাসে চীনের উহান প্রদেশে প্রথম ধরা পড়ে এই মারণ ভাইরাসের (COVID-19) সংক্রমণ। তারপর সেখান থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে ওই ভয়ঙ্কর রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আগে থেকেই এর সংক্রমণকে চিহ্নিত করা প্রয়োজন। তাই কোনও ব্যক্তির শরীরে করোনাজনিত কোনও লক্ষণ দেখলেই তার করোনা টেস্ট করাতে হবে। সাম্প্রতিক ওই পরীক্ষার পরিসংখ্যান অনুযায়ী, যত জন মানুষের করোনা-টেস্ট হয়েছে তার মধ্যে মাত্র ৫ শতাংশের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। এই পরিসংখ্যানই ভাল দিনের স্বপ্ন দেখাচ্ছে ভারতকে।

Share.