রবিবার, নভেম্বর ২৪

করোনায় যেভাবে হবে ক্লাস

0

ঢাকা অফিস: করোনাভাইরাস সংক্রমণের জন্য দীর্ঘ দিন বন্ধ থাকা শিক্ষা-প্রতিষ্ঠান খোলার ব্যাপারে প্রস্তুতি নেয়ার জন্য আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিরাপত্তার বিষয়ে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। স্বাস্থ্যবিধি মেনে কিভাবে শিক্ষা-প্রতিষ্ঠান খুলতে হবে সে সংক্রান্ত একটি গাইডলাইন তৈরি করে দিয়েছে মাউশি।শুক্রবার (২২ জানুয়ারি) রাতে শিক্ষা-প্রতিষ্ঠান খোলার ব্যাপারে মাউশির ওয়েবসাইটে এ গাইডলাইন প্রকাশ করা হয়। গাইডলাইনটি তৈরি করা হয়েছে ইউনিসেফের সহায়তায়।প্রকাশিত গাইডলাইনে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। ক্লাসের বেঞ্চগুলোকে প্রতি তিন ফুট দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। পাঁচ ফুটের কম দৈর্ঘ্যের বেঞ্চে একজন করে শিক্ষার্থী এবং পাঁচ থেকে সাত ফুট দৈর্ঘ্যের বেঞ্চে দুইজন শিক্ষার্থী স্বাস্থ্যবিধি বজায় রেখে গাইডলাইন অনুযায়ী ক্লাস করতে পারবে। শিক্ষার্থীদের ক্লাসে প্রবেশের পূর্বে থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করার জন্যও বলা হয়েছে গাইডলাইনে।

Share.