বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

করোনায় লণ্ডভণ্ড বাহরাইন

0

ডেস্ক রিপোর্ট: বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে অন্যান্য দেশের মত লণ্ডভণ্ড মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ বাহরাইন। দেশটিতে ঢিলেঢালাভাবে আংশিক লকডাউন চললেও ঝুঁকি বাড়ছেই। পরিস্থিতি উত্তরণে নিবেদিত ভাবে কাজ করছে বাহরাইন সরকার। বিদ্যমান সংকট মোকাবিলায় বাহরাইন সরকারের পাশাপাশি প্রবাসীদের অর্থ সহায়তা দিচ্ছে বাংলাদেশ সরকার। এই সহায়তা বিভিন্ন প্রক্রিয়ায় নিবন্ধনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের মাঝে খাদ্য ও ত্রান সামগ্রী বিতরণ করে আসছে বাহরাইনে বাংলাদেশ দূতাবাস। তাদের সঙ্গে কাজ করছে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন।

Share.