ডেস্ক রিপোর্ট: করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধি কমেছে প্রায় ৩২ শতাংশ। কোভিড নাইনটিন মহামারি সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে ফেলেছে উন্নত অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রকে। বৃহস্পতিবারও নতুন করে ১০ লাখ মানুষ বেকারভাতার জন্য আবেদন করেছে। বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধি কমেছে ৩১ দশমিক ৭ শতাংশ। এসময়টায় বিশ্ব অর্থনীতির জিডিপি প্রবৃদ্ধি কমেছে ৩২ দশমিক ৯ শতাংশ। মার্কিন জিডিপি’তে এ ধ্বস ১৯৪৭ কিংবা ১৯৫৮ সালের পর সর্বোচ্চ। সেসময়ও দেশটির প্রবৃদ্ধি কমেছিলো ১০ শতাংশ। ব্যবসায়িক কার্যক্রম অনেকেদিন ধরেই প্রায় স্থবির থাকায় লাখ লাখ মানুষ এখনো বেকার। দেশটির শ্রম অধিদপ্তর জানায়, এই নিয়ে ২৩ সপ্তাহে ২২ বারের মতো বেকার সংখ্যা এক সপ্তাহেই ১০ লাখের ওপরে উঠলো। মহামারি শুরুর পর মার্চ থেকে প্রতি সপ্তাহে বেকার হচ্ছেন লাখ লাখ মানুষ। এদিকে, মহামারিতে ডলারের মূল্য কমছে। বাড়ছে ডলারের বিপরীতে ইউরোর মূল্য। আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত ২ কোটি ৭০ লাখ মার্কিনি বেকারভাতার আবেদন করেছেন। বেকারদের সহযোগিতা করতে বিভিন্ন দেশের অঙ্গরাজ্য সপ্তাহে ৬শ’ ডলার করে বেকারভাতা দিচ্ছে। তবে ট্রাম্প প্রসাশন এবং রিপাবলিকান নীতিনির্ধারকরা বলছেন, ৬শ’ ডলার বেকারভাতা একটু বেশি হয়ে যায় মার্কিনিদের জন্য। কারণ এতো অর্থ অনেকে চাকরি করার সময়ও পাননি। এ অর্থ প্রতি সপ্তাহে পেলে চাকরি খোঁজার আগ্রহ হারিয়ে ফেলবেন মার্কিনিরা। জানুয়ারি থেকে মার্চ শক্তিশালী লকডাউন কার্যকর থাকলেও দ্বিতীয় প্রান্তিকে তা কিছুটা শিথিল করা হয়। আটলান্টার কেন্দ্রীয় ব্যাংক বলছে, জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে দেশটির জিডিপি প্রবৃদ্ধি হবে সাড়ে ২৫ শতাংশ। এটা আশার খবর হলেও লাখ লাখ মানুষ বেকার থাকলে দেশ প্রবৃদ্ধির ধারায় কিভাবে ফিরবে, সেটাই এখন প্রশ্ন।
করোনায় সবচেয়ে বিপর্যয়ের মুখে যুক্তরাষ্ট্র
0
Share.