করোনায় ২৪ ঘণ্টায় রেকর্ড ১৪৩ জনের মৃত্যু

0

ঢাকা অফিস: করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৬৪৬ জনে। একই সময়ে শনাক্ত হয়েছে নতুন আরও ৮ হাজার ৩০১ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন।বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।এর আগে, চলতি বছরের ২৭ জুন দেশে করোনার মৃত্যু হয়েছিল ১১৯ জনের। মঙ্গলবার (৩০ জুন) ২৪ ঘণ্টায় দেশে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছিল ৮ হাজার ৮২২ জন।বৃহস্পতিবার (১ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুসারে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৩০ লাখ ৫৪ হাজার ৭৫৫ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ লাখ ৬৪ হাজার ৫০১ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৭৬ লাখ ১৩ হাজার ১০৮ জন।প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Share.