স্পোর্টস ডেস্ক: কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। সঙ্গে তার স্ত্রীও করোনা পজেটিভ হন। সেখান থেকে সুস্থ হয়ে ফিরে এসেছেন। এবার মাশরাফি করোনা আক্রান্তদের খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে গেলেন।ঈদের আনন্দের মাঝেই নড়াইল সদর হাসপাতাল পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য। এসময় ম্যাশ জরুরি ওয়ার্ডগুলো ঘুরে দেখেন। রোগীদের কাছে গিয়ে স্বাস্থ্য সেবা সম্পর্কে জিজ্ঞেস করেন। এছাড়া, সামজিক দূরত্ব মেনে করোনা আইসোলেশন ইউনিটের কাছেও যান। দূর থেকে করোনা আক্রান্ত রোগীরা কেমন আছেন জিজ্ঞেস করেন। দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের কাছ থেকে স্বাস্থ্য সেবার সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন এবং তাদের কিছু লাগবে কিনা তা জানতে চান। হাসপাতাল পরিদর্শনে ম্যাশ কর্তৃপক্ষকে আশ্বাস দেন প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহের। তিনি বলেন, আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না। কেবল রোগীদের দেখতে এলাম। ওদের কিছু লাগবে কিনা জানতে চাইলাম। ডাক্তারদেরও কিছু লাগবে কিনা জিজ্ঞেস করলাম। আমরা প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করার চেষ্টা করবো।
করোনা আক্রান্তদের পাশে মাশরাফি করোনা আক্রান্তদের পাশে মাশরাফি
0
Share.