করোনা আক্রান্ত আশরাফুল, আকবর

0

স্পোর্টস ডেস্ক: দেশে করোনা মহামারি শুরু হয়েছে আবারও। দৈনিক লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর মাঝেই শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)।এখানেও হানা দিয়েছে করোনাভাইরাস। আসরের শুরুতে সাদমান ইসলামের আক্রান্ত হবার শোনা যায়। এরপর সিলেটের ইবাদত হোসেনও আক্রান্ত হন। প্রথম রাউন্ড শেষে আক্রান্ত হয়েছেন মোহাম্মদ আশরাফুল ও আকবর আলী।কোভিড পজিটিভ হলেও তিন জনই জানিয়েছে, উপসর্গ নেই কাররই। তবে আইসোলেশনে রয়েছেন সবাই।এবার এনসিএল বরিশালের হয়ে খেলছেন মোহাম্মদ আশরাফুল। দলে নিয়মিত করোনা পরীক্ষায় রোববার কোভিড পজিটিভ হবার খবর শোনেন আশরাফুল।আকবর আলী খেলছেন রংপুরের হয়ে। আগামীকাল সোমবার তার ম্যাচ খেলার কথা। তবে রোববার আবারও করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। এখানে নেগেটিভ হলে আশরাফুল কিংবা আকবরের খেলতে বাধা থাকবে না সোমবার।

Share.