করোনা কমলেও উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু

0

ঢাকা অফিস: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৬৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ২১৭ জন ঢাকায় ও ৫০ জন ঢাকার বাইরের হাসপাতালে। এ নিয়ে সারা দেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯০ জনে। তাদের মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে ৯৬৫ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১২৫ জন রয়েছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ তথ্য জানা গেছে। পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ বুধবার পর্যন্ত রাজধানীসহ সারা দেশে সর্বমোট নয় হাজার ১২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে সাত হাজার ৯৮৮ জন রোগী। এদিকে ডেঙ্গুতে এ পর্যন্ত ৪০ জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Share.