বুধবার, ডিসেম্বর ২৫

করোনা: ছয় মাসের বেতন দান করবেন ভারতীয় কুস্তিগীর

0

স্পোর্টস ডেস্ক: করোনা ভাইরাসের(কোভিড-১৯) বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে আসলেন ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া। গতকাল সোমবার তিনি তার ছয় মাসের বেতন দান করার ঘোষণা দিলেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে টোকিয়ো অলিম্পিক পিছিয়ে দেওয়ারও আর্জি জানিয়েছেন তিনি। বজরংয়ের মতে, যে সব দেশ অলিম্পিক থেকে সরে আসছে, তারা না থাকলে এত বড় একটি অনুষ্ঠান জৌলুসহীন হয়ে যাবে। ২০২০ অলিম্পিক থেকে পদক আনার অন্যতম দাবিদার ভারতীয় এই তারকা। কিন্তু করোনাভাইরাসের ধাক্কায় টোকিয়ো অলিম্পিক ঠিক কবে অনুষ্ঠিত হবে তা এখনও পরিষ্কার নয়। বিশ্বজুড়ে তিন লাখ ৭৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত। এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় বজরংয়ের ঘোষণা, ‘আমার ছয় মাসের বেতন দান করার সিদ্ধান্ত নিয়েছি।’ বজরংয়ের এই উদ্যোগের প্রশংসা করেন দেশটির ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু।

Share.