ডেস্ক রিপোর্ট: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি নভেল করোনাভাইরাসের সম্ভাব্য টিকার তৃতীয় ও শেষ ধাপের ট্রায়াল পুনরায় শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। পরীক্ষামূলক ট্রায়ালে করোনার টিকা শরীরে নেওয়া যুক্তরাজ্যের একজন নাগরিক অসুস্থ হওয়ার পর ট্রায়াল স্থগিত করা হয়েছিল। আজ শনিবার যুক্তরাজ্যের ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ট্রায়াল শুরুর ঘোষণা দেওয়া হয় বলে সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাজ্যের মেডিসিনস হেলথ রেগুলেটরি অথরিটি (এমএইচআরএ) পর্যালোচনা শেষে টিকাকে ‘নিরাপদ’ বলে অনুমোদন দেওয়ার পর আবার ট্রায়াল শুরু করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।অক্সফোর্ডের করোনার টিকাটির ট্রায়াল বিশ্বজুড়ে চলছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার ৩০ হাজার মানুষের ওপর অক্সফোর্ডের এ টিকার তৃতীয় ও শেষ ধাপের পরীক্ষামূলক ট্রায়াল চলছিল। এর মধ্যেই গত মঙ্গলবার ট্রায়াল স্থগিতের ঘোষণা দেওয়া হয়।দেশে দেশে করোনার টিকা তৈরির প্রতিযোগিতায় অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার টিকাটি নিরাপদ ও কার্যকর হিসেবে বৈশ্বিক অবস্থানেরও শীর্ষে রয়েছে।
করোনা টিকার আবার ট্রায়াল শুরুর ঘোষণা অক্সফোর্ডের
0
Share.