বুধবার, জানুয়ারী ২২

করোনা টিকার প্রযুক্তি নকলের অভিযোগে ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা

0

ডেস্ক রিপোর্ট:  করোনাভাইরাসের টিকা তৈরির প্রযুক্তি নকলের অভিযোগে মার্কিন কোম্পানি ফাইজার ও তার জার্মান অংশীদার বায়োএনটেকের বিরুদ্ধে মামলা করেছে আরেক মার্কিন ওষুধ কোম্পানি মডার্না। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্র এবং জার্মানির আদালতে মামলা করার কথা জানিয়েছে মডার্না। মামলার আবেদনে আর্থিক ক্ষতির দাবি করা হলেও সুনির্দিষ্ট অর্থের পরিমাণ উল্লেখ করা হয়নি। মামলার খবরে বিস্ময় প্রকাশ করেছে ওষুধ কোম্পানি ফাইজার। তারা মডার্নার অভিযোগের বিরুদ্ধে লড়াই করবে বলে জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, গত কয়েক বছর আগে এমআরএনএ প্রযুক্তি উদ্ভাবনের দাবি করে মডার্না। আর কোভিড টিকা তৈরিতে ফাইজার ও বায়োএনটেক এমআরএনএ প্রযুক্তি নকল করেছে বলে দাবি মডার্নার। এক বিবৃতিতে মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল বলেন, ‘‘আমরা যে উদ্ভাবনী এমআরএনএ প্রযুক্তির প্ল্যাটফর্ম প্রবর্তন করেছি তা রক্ষার জন্য আমরা মামলাগুলো করতে যাচ্ছি।’’ ‘‘যেটা তৈরি করতে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হয়েছে এবং কোভিড-১৯ মহামারীর আগের দশকেই এর স্বত্ব নেওয়া হয়েছে।’’ ফাইজার এবং বায়োএনটেক দুই ধরনের মেধা স্বত্ব নকল করেছে বলে দাবি মডার্নার। একটি হচ্ছে এমআরএনএ কাঠামো নিয়ে। কোম্পানিটির দাবি, ২০১০ সালে তাদের বিজ্ঞানীরা এ কাজে হাত দেন এবং ২০১৫ সালে প্রথম তা মানবদেহে পরীক্ষাও করা হয়। দ্বিতীয়ত, করোনাভাইরাসের স্পাইক প্রোটিন চিহ্নিত করার ‘কোডিং’ নিয়ে। মডার্নার মামলার খবর প্রকাশিত হওয়ার পরে পুঁজিবাজারে ফাইজারের শেয়ারের দাম ১ দশমিক ৪ শতাংশ পড়ে গেছে। এছাড়া, আগের দিনের চেয়ে প্রায় ২ শতাংশ কমে বায়োএনটেকের শেয়ার লেনদেন হয়।

Share.