করোনা ত্রাণে অনন্য সালমান, কলকাতাতেও বিশেষ নির্দেশ

0

বিনোদন ডেস্ক: বলিউড এর ভাইজান সালমান খান। কলকাতায় তাঁর তৈরি এনজিওর বিয়িং হিউমান এর শাখা আছে দক্ষিণ কলকাতায়। রবিবার তাদের কাছে ভাইজানের একটি বার্তা এবং ভিডিও ক্লিপ এসে পৌঁছেছে। বার্তাটি হলো, করোনা কবলিতদের পাশে ত্রাণ নিয়ে দাঁড়াতে হবে। আর বান্ধবী লুলা ভান্তুর এর একাউন্ট থেকে পোস্ট করা ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে ট্রাক এ করে সালমান , লুলা ভান্তুর এবং জ্যাকলিন ফার্নান্দেজ ত্রাণ নিয়ে যাচ্ছেন। সালমান নিজে সেই ত্রাণ বিলি করছেন করোনা দুর্গতদের মধ্যে। নিজে হাতে করে বিলি করছেন খিচুড়ি। হাতায় করে তুলে দিচ্ছেন দুস্থদের পাতে।বলিউড তারকাদের দেখে কেউ যাতে উদ্বেলিত না হয় তাই সোশ্যাল ডিস্ট্যানসিং মানা হচ্ছে কঠোরভাবে। বলিউড এর বহু তারকা, ক্রিকেটার, ভি আই পি নানা ত্রাণ তহবিলে দান করেছেন। সালমানও করেছেন। কিন্তু এভাবে পথে নামেননি কেউ। সালমান ভিডিও ক্লিপটি পাঠিয়ে বিয়িং হিউমান কে বলেছেন যথার্থ মানবিক হতে। পথে নামতে। লকডাউনের সময়টা সালমান কাটাচ্ছেন তাঁর পানভেল এর ফার্মহাউসে বান্ধবী লুলা ভান্তুর এবং জ্যাকলিন ফার্নান্দেজ এর সঙ্গে। তাঁদেরও কাজে নামিয়ে দিয়েছেন। সালমানের ভাষায়, এ এক গভীর সংকট এখন। রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়াতে হবে। 

Share.