বুধবার, জানুয়ারী ১

করোনা থেকে সুস্থ ৮৪ লাখ ৫৪ হাজারের বেশি মানুষ

0

ডেস্ক রিপোর্ট: বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ শনিবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে এক কোটি ৪১ লাখ ৮৯ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৫১ লাখ ৩৪ হাজার ৮১৪ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৬০ হাজার ১৪২ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৮৪ লাখ ৫৪ হাজার ৮৬৫ জন সুস্থ হয়ে উঠেছে।বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ১৭ লাখ ৪১ হাজার ২৩৩ জন, ব্রাজিলে ১৩ লাখ ৬৬ হাজার ৭৭৫, ভারতে ছয় লাখ ৫৪ হাজার ৭৮, রাশিয়ায় পাঁচ লাখ ৩৯ হাজার ৩৭৩ জন, চিলিতে দুই লাখ ৯৬ হাজার ৮১৪, পেরুতে দুই লাখ ৩৩ হাজার ৯৮২, ইরানে দুই লাখ ৩২ হাজার ৮৭৩, তুরস্কে এক লাখ ৯৯ হাজার ৮৩৪, স্পেনে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, ইতালিতে এক লাখ ৯৬ হাজার ৪৮৩, জার্মানিতে এক লাখ ৮৭ হাজার ২০০, মেক্সিকোতে দুই লাখ আট হাজার ৪৩৬, সৌদি আরবে এক লাখ ৯১ হাজার ১৬১, পাকিস্তানে এক লাখ ৮৩ হাজার ৭৩৭, দক্ষিণ আফ্রিকায় এক লাখ ৭৮ হাজার ১৮৩, বাংলাদেশে এক লাখ আট হাজার ৭২৫ হাজার ৩১৭, কাতারে এক লাখ দুই হাজার ৫৯৭, কানাডায় ৯৬ হাজার ৬৮৯ জন, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৭৫৮ এবং ফ্রান্সে ৭৯ হাজার ২৩৩ জন সুস্থ হয়ে উঠেছে।এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে ৪৮ হাজার ৪৪৮, কুয়েতে ৪৮ হাজার ৩৮১, সিঙ্গাপুরে ৪৩ হাজার ৫৭, সুইজারল্যান্ডে ২৯ হাজার ৯০০, দক্ষিণ কোরিয়ায় ১২ হাজার ৫১৯, মালয়েশিয়ায় আট হাজার ৫৪১ জন এবং অস্ট্রেলিয়ায় আট হাজার ১১৭ জন সুস্থ হয়ে উঠেছে।গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং পাঁচ লাখ ৭৫ হাজার ৫২৫ জন রোগী মারা গেছে।গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Share.