করোনা দুই তিন বছরের বেশি স্থায়ী হতে পারে: ডিজি

0

ঢাকা অফিস: দেশের করোনা পরিস্থিতি এক, দুই বা তিন মাসে শেষ  হচ্ছে না, এটি দুই থেকে তিন বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে। বললেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে করোনাভাইরাসের নিয়মিত হেল্থ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মহাপরিচালক বলেন, বাংলাদেশে করোনা সংক্রমণের উচ্চ হার কিছুদিন পরেই কমে আসতে পারে। তবে তা স্থায়ী হতে পারে আরও তিন বছর বা তারও বেশি। কিন্তু তখন হয়তো সংক্রমণের মাত্রা উচ্চ হারে নাও থাকতে পারে। তিনি বলেন, বাংলাদেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ। আর করোনাও অত্যন্ত ছোঁয়াচে ভাইরাস। এ কারণে অসতর্ক চেলাফেরা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে না চললে এ দেশে সংক্রমণের হার মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে। আবার দীর্ঘদিন অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকলে কর্মহীনতা, আয়-রোজগারের পথ বন্ধ হয়ে গেলে নানা সামাজিক সমস্যা, রোগবালাই, অপুষ্টির কারণে অনেকের মৃত্যু ঘটতে পারে। সে কারণে জীবন-জীবিকার মধ্যে একটি ভারসাম্য রক্ষা করার জন্য সরকারকে কাজ করতে হচ্ছে।

Share.