ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাস সংক্রমণ রোধে চীনের কী ভূমিকা ছিল সে বিষয়ে তদন্ত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সম্মেলনে একটি প্রস্তাব উত্থাপন করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর এই খসড়া প্রস্তাবে সমর্থন দিয়েছে ১০০টি দেশ।মার্কিন গণমাধ্যম সিএনএন তার অনলাইনের এক প্রতিবেদনে জানান, এই ১০০টি দেশের মধ্যে চীনের ঘনিষ্ঠ মিত্র রাশিয়াও রয়েছে। এদিকে আজ সোমবার (১৮ মে) থেকে জেনেভায় অনলাইনে শুরু হচ্ছে চার দিনব্যাপী বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলন। সম্মেলনে চীনের বিরুদ্ধে তদন্তের যে প্রস্তাব ইইউ দিচ্ছে সেটির খসড়া তৈরিতে ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়ার এ ধরনের তৎপরতা ও খসড়া প্রস্তাবের বিরুদ্ধে চীন হুঁশিয়ারি দিয়ে বলেছে, অস্ট্রেলিয়ার এ ধরনের কর্মকাণ্ড দায়িত্বহীনতার পরিচয়। এতে করোনা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টি ব্যাহত হবে। এর আগে বেইজিং জানিয়েছিল, এই ভাইরাস নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে সে বিষয়ে একমাত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত মেনে নেবে চীন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংস্থাটিকে ‘চীনঘেঁষা’ বলে উল্লেখ করেছেন। এমনকি করোনা মোকাবিলায় দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে সংস্থাটির প্রধানের পদত্যাগ দাবি করেন।
করোনা নিয়ে চীনের ভূমিকা জানতে চায় ১০০ দেশ
0
Share.