শুক্রবার, ডিসেম্বর ২৭

করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত বাড়তে পারে ছুটি

0

ঢাকা অফিস: করোনাভাইরাস পরিস্থিতিতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আগেই। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় ছুটি আরো বাড়তে পারে বলে জানা গেছে। বিভিন্ন গণমাধ্যমে ছুটি বাড়ার বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলেও সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানা গেছে। সচিবালয়ের উচ্চপর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে ছুটি বাড়ার সম্ভাবনা আছে। কিন্তু সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ছুটি বাড়ানোর সিদ্ধান্তের কথা এখনো তাদেরকে জানানো হয়নি।

Share.