শনিবার, ডিসেম্বর ২৮

করোনা পরিস্থিতি থাকলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ: প্রধানমন্ত্রী

0

ঢাকা অফিস: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী সেপ্টেম্বর পর্যন্ত দেশের স্কুল ও কলেজগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে গণভবন থেকে রাজশাহী বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সকালে এ কথা জানান তিনি।  প্রধানমন্ত্রী বলেন, এখন আমরা আর স্কুল-কলেজ খুলছি না। করোনা পরিস্থিতি থাকলে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত সাধারণ ছুটি অনুযায়ী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৫ই মে ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল। এর আগে প্রধানমন্ত্রী করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে পৃথক ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ৪৮টি জেলার সঙ্গে মতবিনিময় করেন। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানোর পাশাপাশি সংকট উত্তরণে বিভিন্ন প্রণোদনা প্যাকেজেরও ঘোষণা দেন।

Share.