বুধবার, ডিসেম্বর ২৫

করোনা ভাইরাসের কারণে বাফুফের নির্বাহী কমিটির মেয়াদ বৃদ্ধি

0

স্পোর্টস ডেস্ক: করোনা ভাইরাসের কারণে সাধারণ সভা ও নির্বাচন পিছিয়ে দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), তা অনুমোদন করেছে ফিফা। এ সংক্রান্ত একটি নির্দেশনা বাফুফেকে দিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি। বৃহস্পতিবার গণমাধ্যমকে প্রেরণ করা এক ভিডিওবার্তায় সেই ঘোষণাটি পাঠ করে শোনান বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এমপি। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘চিঠিতে ফিফা জানিয়েছে, করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলেই যেন আমরা সাধারণ সভা ও নির্বাচন সেরে ফেলি। কারণ, নির্বাচন কবে হবে তা নির্ভর করছে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তার ওপর।’ আগামী ২০ এপ্রিল হওয়ার কথা ছিল বাফুফের সাধারণ সভা ও এজিএম। নির্বাচন উপলক্ষ্যে গঠিত কমিশন সিদ্ধান্ত নিয়েছিল ৩ এপ্রিল তফসিল ঘোষণা করার। কিন্তু করোনাভাইরাসের কারণে সরকার অফিস-আদালত বন্ধ ঘোষণা করলে বাফুফে নির্বাচন স্থগিত করে দেয়। ৩০ এপ্রিল শেষ হবে বাফুফের বর্তমান কমিটির মেয়াদ। এর আগেই নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। তাই বাফুফে নির্বাচন স্থগিত করলেও তার অনুমোদন প্রয়োজন ছিল ফিফার। ফিফা সে অনুমোদন দেয়ায় বাফুফের এখন ৩০ এপ্রিলের পর এজিএম ও নির্বাচন করার কোনো বাধা থাকলো না। নততুন নির্বাচন না হওয়া পর্যন্ত বাফুফের বর্তমান কার্যনিবাহী কমিটি দায়িত্ব পালন করবে বলেও জানিয়েছে ফিফা। এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় মানুষদের জন্য বাফুফের একবেলা খাবার দেয়ার উদ্যোগের প্রশংসা করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি নিজেদের টুইটার পেজে দুঃস্থদের মধ্যে বাফুফের খাবার বিতরণের ছবি পোস্ট করে লিখেছে, ‘বাংলাদেশের (অসহায়) মানুষ খাবারের জন্য সংগ্রাম করছে। প্রশংসনীয়ভাবে বাফুফে তাদের দুপুরের খাবার দিচ্ছে।’ জাতীয় দলের কোচ জেমি ডে ও দলের খেলোয়াড়রা বুধবার দেয়া খাবারের ব্যয়বহন করেছে। ফিফার নজরে পড়েছে বিষয়টিও। টুইটারের মাধ্যমে তারা জেমিকে প্রশংসা করতেও ভোলেনি।

Share.