করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়নি মন্ত্রণালয়

0

ঢাকা অফিস: করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (১৫ মার্চ) মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান। আবুল খায়ের জানান, করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নেয়নি। এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নিলে সঙ্গে সঙ্গে সবাইকে অবহিত করা হবে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে করোনা ভাইরাস থেকে রক্ষায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে নির্দেশনা চেয়ে রবিবার হাইকোর্টে রিট হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেছেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। শিক্ষা মন্ত্রণালয় সচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে রিটে বিবাদী করা হয়েছে।

Share.