বুধবার, জানুয়ারী ২২

করোনা ভাইরাসের ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ১০ নম্বরে ভারত

0

ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাসের সংক্রমণের শিকার হওয়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ১০ নম্বরে উঠে এল ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৭৭ জন। এর ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১.৩৮ লক্ষ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে চার হাজার। গত ২৪ ঘণ্টাতে ভারতে মারা গেছে ১৫৪ জন। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে গিয়েছে ১৯৬টি দেশে। গত দু’মাস ধরে দেশে চলছে লকডাউন। করোনা সংক্রমণ রুখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশব্যাপী লকডাউনের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু কিছুদিন ধরেই লকডাউনে নানা শিথিলতার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এরপর থেকেই লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে সোমবার থেকে আন্তঃরাজ্য বিমান পরিষেবা শুরু হতে চলেছে। জুন মাসের মধ্যে আন্তর্জাতিক উড়ানও চালু হবে ‌বলে কেন্দ্রীয় বিমানমন্ত্রী জানিয়েছেন।

Share.