বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ট্রাম্পের বন্ধুর মৃত্যু

0

ডেস্ক রিপোর্ট: নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু ও তার দল রিপাবলিকান পার্টির অন্যতম অর্থ জোগানদাতা স্ট্যানলি চেরা। রবিবার তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। প্রায় ৮০ বছর বয়স্ক নিউইয়র্ক সিটির বিশিষ্ট আবাসন ব্যবসায়ী চেরা করোনা আক্রান্ত হয়ে গত ২৪ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ২৯ মার্চ বক্তব্যে নিজের এক বন্ধু ‘করোনার হিংস্রতায়’ কোমায় চলে গেছেন বলে জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেদিন নাম উল্লেখ না কলেও ওই বন্ধুটি চেরা ছিলেন বলেই ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, ট্রাম্প প্রশাসনকে সমর্থন দেয়ার জন্য ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন সংস্থাকে চার লাখ মার্কিন ডলারেরও বেশি দিয়েছেন চেরা। গত বছর নিউইয়র্ক সিটি ভেটেরান’স ডে প্যারেডে ট্রাম্পকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ বলে উল্লেখ করেছিলেন এ ব্যবসায়ী। একই বছর মিশিগানের গ্র্যান্ড রাপিড র‌্যালিতে চেরাকে নিজের ঘনিষ্ঠ বলে পরিচয় করিয়ে দেন ট্রাম্প। তবে প্রিয় বন্ধুর মৃত্যু প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট।

 

 

 

 

 

 

 

 

 

সূত্র: পলিটিকো

Share.