মঙ্গলবার, ডিসেম্বর ২৪

করোনা ভাইরাসে আর্সেনাল কোচ আর্তেতা আক্রান্ত

0

স্পোর্টস ডেস্ক: আর্সেনাল কোচ মিকেল আর্তেতা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থগিত হয়ে গেছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে আর্সেনালের শনিবারের ম্যাচ। ‘গানার’ নামে পরিচিত দলটি তাদের ট্রেনিং গ্রাউন্ড বন্ধ করে দিয়েছে। পাশাপাশি সম্প্রতি আর্তেতার সংস্পর্শে আসা ক্লাব স্টাফরা স্বেচ্ছা-আইসোলেশনে থাকবেন। সুস্থ হয়ে কাজে ফিরতে চান ২০১৯ সালের ডিসেম্বরে আর্সেনালের দায়িত্ব নেওয়া ৩৭ বছর বয়সী আর্তেতা। “এটা সত্যিই হতাশাজনক। শারীরিকভাবে খারাপ অনুভব করায় আমি পরীক্ষা করিয়েছিলাম। ক্লাব আমাকে যখন অনুমতি দেবে তখন থেকেই আবার কাজে ফিরব।’ আর্সেনাল ধারণা করছে ‘পুরো স্কোয়াড’সহ ‘উল্লেখযোগ্য সংখ্যক লোক’ স্বেচ্ছা-আইসোলেশনে থাকবেন। আর্তেতা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিতের পরপরই ব্রাইটন এক বিবৃতিতে আর্সেনালের বিপক্ষে তাদের প্রিমিয়ার লিগের ম্যাচ স্থগিত করার কথা জানায়। ভবিষ্যৎ সূচি নিয়ে আলোচনার জন্য প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ শুক্রবার ‘জরুরি ক্লাব সভা’ করবে বলে জানানো হয় বিবিসির প্রতিবেদনে।

Share.